মোঃ মমিনুল ইসলাম মুন : আজ শনিবার রাত আটটায় নগর ভবনের মেয়র দপ্তরে বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী। এসময় মেয়রের সঙ্গে ফুলেল শুভেচছা ও কুশল বিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজ কুমার সরকার, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আকুল আজিজ মন্ডল, সহ-সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য ড.জীবন কুমার ঘোষ, সদস্য রনজিৎ কুমার দাস প্রমুখ।
উল্লেখ্য গত ৯জুন রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক হোন অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর