প্রেস বিজ্ঞপ্তি,..............................................
রাজশাহী সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী ও ড্রাইভারদের গ্রীষ্মকালীন পোশাক প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নগরভবনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন তাঁর দপ্তরকক্ষে কর্মচারীদের হাতে গ্রীষ্মকালীন পোশাক তুলে দেন।
উল্লেখ্য ১৫১ জন কর্মচারীকে গ্রীষ্মকালীন পোশাক প্রদান করা হয়েছে। পোশাকের মধ্যে রয়েছে- সাফারী ২ সেট, জুতা-মোজা, শাড়ী, ছাতা প্রদান করা হয়েছে।
পোশাক প্রদানকালে রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, মাননীয় মেয়রের ব্যক্তিগত সহকারী বিপুল কুমার সরকার, সহকারী প্রোগ্রামার মোঃ রেজওয়ানুল হুদা, ভারপ্রাপ্ত উপসচিব তৈমুর হোসেন, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, সহকারী সচিব শমসের আলী, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুনসহ কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর