সাগর নোমানী, রাজশাহী.......................................
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিএমকে শাহরিয়ার হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। আর এর পেছনে রাজনৈতিক হিসেবে দেখছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
আজ রোববার (২৩ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ছাত্রেরর মৃত্যু রহস্য উদঘাটনে ময়নাতদন্তের দাবি করেন তিনি।
বাদশা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ড রাজনৈতিক। এসবের পেছনে মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী চক্রের জড়িত থাকার প্রমাণ আছে। এটা দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, নাকি হত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্ত হতে হবে।
হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি বাদশা বলেন, আগামী ২৬ অক্টোবর হাসপাতাল পরিচালনা কমিটির বৈঠক আছে। আমরা সেই বৈঠক থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহবান জানাবো। প্রয়োজনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে হবে।
ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ নিয়ে রাবি ছাত্রদের দুষ্কৃতিকারী বলার অভিযোগ আনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এই ভিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এই প্রসঙ্গে বাদশা বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ। কিন্তু রাজনৈতিক কারণে রাকসুর ভিপির তালিকা থেকে তার নাম মুছে দেয়া হয়েছে। স্বাধীনতা বিরোধীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ক্যাম্পাসে গিয়ে সমাবেশ করার কথাও জানান বাদশা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর