নিজস্ব প্রতিবেদক.....................
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় এ ইউনিটের পরীক্ষার্থী তানভির আহমেদের ফলাফল বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প রিক্ষার হলে প্রক্সি দেওয়ার কারণে তার ফলাফল বাতিল করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। বুধবার (৩ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফলাফল বাতিলের তথ্যটি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষায় রাবির ফোকলোর বিভাগের সাবেক শিক্ষার্থী বায়েজিদ তানভীরের হয়ে গ্রুপ-২-এ প্রক্সি দিতে এসে ধরা পড়েন। তার রোল নম্বর ছিল ৩৯৫৩৪। তবে মঙ্গলবার রাতে প্রকাশিত ফলে দেখা যাচ্ছে ওই রোল নম্বরধারী গ্রুপ-২-এ প্রথম হয়েছে। তবে প্রক্সি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তানভীর ও বায়োজিদকে কারাদণ্ড প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর