মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তা, যাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে পৃথক তিনটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে, তাদের পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ থেকে ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ নামে ছাত্র-জনতার একটি সংগঠন তাদের আটক করে। পরে প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাদের বোয়ালিয়া মডেল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক তিন কর্মকর্তা হলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং রাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পংকজ কুমার (বাড়ি: ষষ্ঠীতলা, রাজশাহী), রাবির সহকারী হিসাব পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ (বাড়ি: মেহেরচন্ডী মধ্যপাড়া, রাজশাহী), এবং সহকারী হিসাব পরিচালক আমিনুল ইসলাম রাসেল (বাড়ি: রাণীনগর, রাজশাহী)। তিনজনই দীর্ঘদিন ধরে নিয়মিত অফিস করে আসছিলেন, যদিও ছাত্র-জনতা দাবি করে আসছিলেন, তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালনে তাদের স্থগিত রাখা উচিত।
উল্লেখ্য, জুলাই ও আগস্ট মাসে রাজশাহী নগরীতে সংঘটিত গণআন্দোলনের সময় বোয়ালিয়া মডেল থানার সামনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের নাম উঠে আসে। ঘটনাটি ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর