# রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সরকারি ভিজিএফ বরাদ্দের ৯৯ বস্তা চাল পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় সেখানে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ।
২০ মার্চ ( বৃহষ্প্রতিবার) সকাল থেকে নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নন্দুয়ার ইউনিয়ন পরিষদ। কিন্তু কিছু অসাধু চক্র সেখানে হট্টগোল সৃষ্টি করে সরকারি ৯৯ বস্তা চাল একটি গুদামে মজুদ করে । বিষয়টি স্থানীয় গনমাধ্যমে খবর দিলে গনমাধ্যম কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার কে খবর দেন । খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে পরিদর্শনে যান এবং অবৈধ চাল সংরক্ষণের বিষয়টির সত্যতা খুঁজে পান । সাথে সাথে অবৈধ গুদামটিতে অভিযান চালিয়ে ৯৮ বস্তা চাল সহ অভিযুক্ত দুজনকে আটক করেন ।
এ বিষয়ে নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারী’র সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন সরকার এ সমস্ত চাল পাবলিককে দেওয়া ঠিক করে নাই যারা চাল পাচ্ছে তারা বিক্রি করে দিচ্ছে,চাল বিক্রি করলে তাদের দেন কেন প্রশ্নে ” তিনি বলেন এই চাল গুলো পাঁচ বছর ধরে গোডাউন টু ইউনিয়ন পরিষদে ঘুরছে কেউ খাচ্ছে না সবাই বিক্রি করে দেয় ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন বলেন অভিযুক্ত নুর আলম ও অনুপ রায়কে আটক করে ভ্রাম্যমান আদালতে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় অবশিষ্ট জব্দকৃত চাল স্থানীয় এতিমখানায় বিতরণ করা হবে।#