প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৪২ পি.এম
রানীশংকৈলে ২ টি মামলায় আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন রানীশংকৈল উপজেলার বন্দর চৌরাস্তা এলাকার নাজমুল আলমের ছেলে সানোয়ার সানিল ( ২২) ও মৃত সিরাজুল ইসলামের ছেলে মামুন অর রশিদ (৫৫) এবং কলেজ পাড়া এলাকার মৃত হরেন্দ্রনাথ বসাকের ছেলে অজয় বসাক ( ৫২) ।
এছাড়াও কলেজপাড়া এলাকার মৃত মুসা মাষ্টারের ছেলে ইউসুফ (৩৩) ও হোসেন গাঁও ইউনিয়নের মৃত আঃ বাসেদ আলীর ছেলে দুলাল (৩২) কে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে রানীশংকৈল থানায় দুটি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রানীশংকৈল ২-২-২৫ ইং এর দায়েরকৃত মামলায় সানিল ও দুলালকে বিষ্ফোরণ মামলা এবং ১১-৪-২৫ ইং দায়েরকৃত মামলায় অপর তিন আসামি ইউসুফ সহ চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আটককৃতদের আজকে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর