প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ৩:১০ পি.এম
রানীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার ২৪ জুন বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে, বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
উদ্বোধনী খেলায় পৌরসভা দল লেহেম্বা ইউপি দলকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,মতিউর রহমান ও শরত চন্দ্র,পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহব্বায়ক আবু তাহের,জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাকারিয়া হাবিব ডন,উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও সীমান্ত বসাক, পৌর কাউন্সিলর ইসাহাক আলী, রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি কুশমত আলী।
ধারা বর্ণনায় ছিলেন অধ্যাপক প্রশান্ত বসাক ও তারেক আজিজ। খেলা পরিচালনায় ছিলেন জয়নুল ইসলাম, মানিক হোসেন, সুগা মুরমু, আব্দুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার সাদেকুল ইসলাম। প্রসঙ্গত এ টুর্ণামেন্টে পৌরসভা ও ৮ ইউনিয়ন মিলিয়ে ৯ টি দল অংশ নিচ্ছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর