প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৫, ৩:২৭ পি.এম
রানীশংকৈলে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি:
কৃষিই সম্মৃদ্ধি’ -এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় অনুষ্ঠিত হলো কৃষি অধিদপ্তরের পার্টনার ফ্রি স্কুলের উদ্যোগে ‘কৃষক পার্টনার কংগ্রেস সমাবেশ। উপজেলা কৃষক মিলনায়তনে এ আয়োজন করেন কৃষি অধিদপ্তর । রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার, দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জাহাঙ্গীর আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম মহন্ত প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহীদুল ইসলাম। কৃষকদের উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
গ্যাপ পদ্ধতিতে চাষাবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করার মাধ্যমে কৃষি অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করছেন বলে জানান কৃষি অধিদপ্তর কর্মকর্তারা ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর