রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি..................................
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নীলগাই জবাই করে মাংস ভাগাভাগি করে নিলেন গ্রামবাসী ! রবিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা গেছে , ঐ এলাকায় বিকালে একটি পুকুর পাড়ের ঝোপঝাড়ে ছোটাছুটি করছিল অপরিচিত একটি প্রাণী। প্রাণীটিকে দেখে কৌতূহলের বসে গ্রামের কয়েকজন ধাওয়া করে ধরে ফেলেন। অপরিচিত প্রাণী আটকের কথা এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় জমান এবং প্রাণীটির পরিচয় জানতে পেরে গ্রামবাসী প্রাণীটিকে জবাই করে মাংস খাওয়ার পরিকল্পনা করেন এবং নীলগাইটি জবাই করা হয়। পরে গ্রামবাসী নীল গাইটির মাংস ভাগাভাগি করে নেয়।
এ বিষয়ে রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় জানান, গ্রামবাসীরা একটি নীলগাই আটক করে জবাই করে গোশত ভাগাভাগি করে নিয়েছে আমি শুনেছি। কাজটি তারা ঠিক করেনি। বিষয়টি রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, নীলগাইটি জবাই দেওয়া ঠিক হয়নি। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। খবর পেয়ে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঘটনাস্থলে আমাদের পরিদর্শন দল পাঠানো হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর