রুস্তম আলী শায়ের, বাগমারা থেকে: আগামীকাল ২য় ধাপে দেশের ১৪৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা গুলোর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলাতেও অনুষ্ঠিত হবে নির্বাচন।
চেয়ারম্যান পদে লড়ছেন মোট ৩জন প্রার্থী।ঘোড়া প্রতিক নিয়ে লড়ছেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু। আনারস প্রতিক নিয়ে লড়াই করছেন বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু (আর্ট বাবু)।আরেক প্রার্থী হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার মোটরসাইকেল প্রতিকে নির্বাচন করছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শহীদ। তাই এই পদে ভোট গ্রহনের প্রয়োজন হচ্ছে না।তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তারা হলেন কলস প্রতীকে কহিনুর বানু, প্রজাপতি প্রতীকে মমতাজ আক্তার বেবী, ফুটবল প্রতীকে লড়ছেন শাহিনুর বেগম।
উপজেলায় ভোটার সংখ্যা ৩লাখ ৬ হাজার ৩৫২ জন। এর মধ্যে নারী ১লাখ ৫২ হাজার ৫০০,পুরুষ ভোটার ১লাখ ৫৩ হাজার ৮৪৯ ও হিজরা ভোটার ৩জন। তবে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে কম আগ্রহ দেখা যাচ্ছে।ভোটাররা বলছেন যদি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত হয় তবেই ভোট কেন্দ্রে যাবেন।ফলে কাঙ্খিত ভোটার উপস্থিত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রার্থীদের মধ্যে।
চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম সান্টু বলেন ভোটারদের উপস্থিত একেবারে কম হবে না।কারণ আমি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়েছি। এদিকে আনারস প্রতিকের আব্দুর রাজ্জাক সরকার বাবু ও মোটরসাইকেল প্রতিকের প্রার্থী নাছিমা আক্তার বলেন,ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে ও নির্বাচনের দিনেও ঘটতে পারে তাই ভোটারদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে জয়ের ব্যাপারে ৩জন প্রার্থীই খুবই আশাবাদী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর