# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলা শহরের পরেই নজিপুর বাসস্ট্যান্ড একটি বড় ব্যবসায়িক এলাকা যেখানে ১২৮৪ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বনিক কমিটির অন্তর্ভুক্ত। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়। সেইসব ব্যবসায়িদের সংগঠন হলো নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি।আগামী ৩ বছেরর জন্য কমিটি পরিচালনার জন্য বিভিন্ন পদের প্রার্থী নির্বাচনের জন্য ভোট গ্রহন হবে কাল। আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।
এতে সভাপতি পদে স্মার্ট মোবাইল কমপ্লেক্সের স্বত্বাধিকারী এ জেড মিজান মই প্রতীক, সাদেক বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আফতাব হোসেন চেয়ার প্রতীক এবং জলযোগ হোটেলের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে সোনার বাংলা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী এম আর মোস্তফা , সিটি ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী হারুন অর রশিদ, কাঁচা বাজারের ব্যবসায়ী নাহিদ খান এবং রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এচাড়াও সহ সভাপতি পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্রীড়া সম্পাদক ১ জন প্রচার সম্পাদক ১জন কার্যককরী সদস্য ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল বলেন, এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে আমরা নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন এর সাথে দফায় দফায় মিটিং করেছি, অস্থায়ী সেনাক্যম্পে, থানার ভারপ্রাপ্ত কর্মকতা এবং আনসার ভিডিবির যিনি দায়িত্বে আছেন আমরা চিঠি দিয়েছি। নির্বাচনটা আরও স্বচ্ছ করার জন্য পুরো নির্বাচন ব্যবস্থা সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং প্রজেক্টরের মাধ্যমে বাহিরে বড় পর্দায় লাইভ সম্প্রচার দেখানো হবে। সর্বোপরি অতীতের ন্যায় এ নির্বাচন হবে না। প্রত্যক ভোটার কে পাশ বই দেওয়া হয়েছে পাশবই নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবে প্রিজাইডিং অফিসার সেই পাশ বইয়ে ভোটার নং ও ছবি মিলিয়ে স্বাক্ষর ও সীল দিবেন। একটি পাশবই দিয়ে একটা ভোট দিতে পারবেন। আমরা কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিবো ইনশাআল্লাহ!#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর