প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১০:২৭ এ.এম
রাতের আঁধারে সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিদের ঠেলে পাঠিয়েছে বিএসএফ

মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই রাতের আধারে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করা হয়।
বিজিবির বিভিষন বিওপির টহল দল আজ বুধবার খুব ভোরে তাদের ঐ সীমান্তে আটক করে। ১৬ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যায়। এবং ৫/৬ বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করতো। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। এরপর প্রায় ৩ বছর কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের হস্তান্তর করে।
পরে টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাড়াল চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে। আটক সবাই বাংলাদেশী নাগরিক। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরো জানান , আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নিতে গেমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর