# রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি দাতা সেই কৃষকদল নেতা মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল। ক'দিন আগে তিনি এ ধরনের হুমকি ধামকি দেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করে। এবং ঘটনাটি নিয়ে উপজেলার সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। অবশেষে শনিবার (৯ আগস্ট) বিকেলে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বল এর স্বাক্ষরিত এক দলীয় প্যাডে মাসুদ রানাকে রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বহিষ্কার পত্রে বলা হয়, অনৈতিক স্থলজনিত অপরাধের সুনিদিষ্ট অভিযোগে রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানাকে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। ঠকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্বান্ত গ্রহণ করেছেন। বহিস্কৃত নেতার অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবে না।কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মিদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কৃষকদলের নেতা মাসুদ রানাকে বহিস্কার করায় জেলা কৃষক দলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি- সম্পাদক- প্রেসক্লাব পুরাতনের সভাপতি-সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দসহ সকল স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।
রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে ভবিষ্যৎ এ জায়গায় না পায় সেজন্য বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানা তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর