প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ২:০২ পি.এম
রাণীশংকৈল নেকমরদে ভারতীয় রুপিসহ আটক ১

# আবুল কালাম আজাদ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে ১ লক্ষ ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টারদিকে উপজেলার নেকমরদ কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে হোসেন আলী (৪০)।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে হোসেন আলীকে আটক করেন। এ সময় তার কাছে এক লাখ ভারতীয় রুপি পাওয়া গেছে। পরে তাকে রাণীশংকৈল থানায় সোপর্দ করা হয়।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর