# আবুল কালাম আজাদ/ তামিম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর মিশনপাড়া
এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
৭ এপ্রিল সোমবার দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করার সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম কালু (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে।
আটক আশরাফুল ইসলাম কালু ওই এলাকার গাজিউর রহমান গাজু’র ছেলে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।#