প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ১:৫৮ পি.এম
রাণীশংকৈলে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ

# এস কে সুজন রাণীশংকৈল প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজত ইসলামের আয়োজনে ২৫ আগস্ট সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা হেফাজতে ইসলামের আমীর ইমদাদুল হক শাহি, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওঃ শামসুদ্দীন, ঠাকুরগাঁও জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, মাওঃ রাজেকুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য যে ঠাকুরগাঁওয়ের দিপু রায় নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী'কে (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন যার ফলে ঠাকুরগাঁওয়ের মুসলিম জনতা তাকে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর