প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ২:২০ পি.এম
রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালিত

# আবুল কালাম আজাদ , রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল বাংলা নববর্ষ। ১লা বৈশাখ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, বৈশাখ উদযাপন পরিষদ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে উপস্থিত সবাইকে নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ভোজন শেষে, উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস প্রাঙ্গনে।
বৈশাখী মঞ্চে (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি আতাউর রহমান, রাণীশংকৈল থানার ওসি মুহা আরশেদুল হক।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি'র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, মোখলেসুর রহমান বকুল মজুমদার, জামায়াতের পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক এমপি ইয়াসিন আলী, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল সাংবাদিকগণ প্রমূখ।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর