রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি……………………………………
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিবেশ দূষণ ও অবৈধভাবে ভাটা স্থাপন করার অপরাধে দুই ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায় এই জরিমানা করা হয়। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট প্রস্তুত না করার অভিযোগে জেএমকে ইট ভাটার চুল্লি নিভিয়ে দেওয়া হয়। এসময় রানীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বলেন অবৈধ ভাবে ভাটা চললে এধরনের অভিযান অব্যাহত থাকবে ।#