প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৫:০৩ পি.এম
রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

# আবুল কালাম আজাদ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌরশহরের বসাক পাড়া এলাকায়
বৃহস্পতিবার (২২ মে) নিজ বাড়ির শয়ন কক্ষে ঘরের সরের সাথে ওড়না পেচিয়ে বীণা রাণী বসাক (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূ পৌরশহরের বসাকপাড়া ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ওরফে ছোট বসাকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে স্বামী-স্ত্রী বাড়িতে আসে। এর পর দুজনে দুটি পাশাপাশি রুমে ঘুমাতে যায়। গৃহবধুর গৃহবধূর স্বামী সকালে দেখেন তার স্ত্রী ঘরের সরের সাথে ওড়না পেচিয়ে গলাস ফাঁস দিয়েছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীণা বসাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর