প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৫৯ পি.এম
রাণীশংকৈলে গর্ভবর্তী গরু জবাই করায় কসাইকে জরিমানা

# আবুল কালাম আজাদ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (৭ এপ্রিল) সকালে জবাইকরা গরুর পেটে বাচ্চা পাওয়ার অপরাধে শেখ ফরিদ নামে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকায় শেখ ফরিদ একটি গাভি গরু জবাই করে। জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে এক্সিকিউটিভ ম্যাসিজট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ ২০১১ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এপ্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ইসলামী রীতি অনুযায়ী গর্ভবর্তী গরুর মাংস খাওয়া যাবে। তবে গর্ভবর্তী গরু জবাই না করাই ভাল। উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, গর্ভবর্তী গরু জবাই করার অপরাধে কসাইকে জরিমানা করা হয়েছে। মাংসগুলো ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর