# রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে কার্তিক রায় (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৫ জনকে আটক করেছে।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকার একটি ধানক্ষেতের বিল থেকে সাদেকুল নামে এক ব্যক্তির শ্যালোমেশির চুরি হয়। এ ঘটনার দায় নিয়ে ওই এলাকার কানাই রায় ও কার্তিক রায়- এ দু'পরিবারের মধ্যে প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে কানাই চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র কার্তিকের ছেলে কপিলকে কুয়াভিটা চৌরাস্তায় ডেকে তার উপর সেলোমেশিন চুরির দায় চাপানোর চেষ্টা করে। এ খবর পেয়ে কার্তিক ও তার লোকজন ঘটনাস্থলে হাজির হয়। সেখানে উপস্থিত কানাই ও কার্তিক দু'পক্ষের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে কার্তিক গুরুতর আহত হন। সে অবস্থায় স্বজনরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি আরশেদুল হক আরো জানান, খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে। এনিয়ে নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতারদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর