# রফিকুল ইসলাম সুজন রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাণীশংকৈলে আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিধান চন্দ্র বর্মন এবং সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও কতিপয় শিক্ষকের দুর্নীতি অনিয়ম সহ স্বজন প্রীতি এবং দায়িত্ব অবহেলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাতোর ইউনিয়ন বিএনপি সভাপতি আকতার হোসেন, শ্রমিক দলের সভাপতি মুক্তার হোসেন, উপজেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য রুবেল হোসেন, যুবদল নেতা নাসিম হোসেন, যুবদল নেতা মাহবুব আলম প্রমুখ।
মানববন্ধনে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মনগড়া কমিটি গঠন। বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়। এলাকাবাসী দাবি করেন শিক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্ত কমিটি করে ম্যানেজিং কমিটি গঠন, বিদ্যালয়ের আয় ব্যয় হিসাব, শিক্ষার্থী কম উপস্থিতি ও শিক্ষকদের খেয়ালখুশি মত বিদ্যালয়ে উপস্থিত হওয়া নিয়ে নিরপেক্ষ তদন্ত হলেই বিদ্যালয়ের আরো অনেক অনিয়ম বেরিয়ে আসবে। এলাকাবাসী তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।
আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র অপপ্রচার করছে।
এবিষয়ে উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত বেলাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন আমি বিদ্যালয়টি ভিজিট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর