ক্যাপশন: নির্বাচনী প্রচারাভিযান এর প্রতীকী ছবি
বিশেষ প্রতিনিধি......................................................................
আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিতসহ ভোট প্রচারনায় বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে বাঘা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারনাকালে এ ঘটনা ঘটে।
সাইদুর রহমান জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের সমর্থনে চারঘাট বাঘা এলাকায় প্রচারনায় অংশ নিয়ে শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে বাঘার বঙ্গবন্ধু চত্বর এলাকায় ভোট প্রচারনা করছিলেন। এসময় উঠতি বয়সের কিছু সংখ্যক যুবক প্রচারনার কাজে বাঁধা দিয়ে বলতে থাকে, আ’লীগ দলীয় প্রার্থী শাহরিয়ার আলমের ছাড়া কারো পক্ষে প্রচারনা চালানো যাবে না বলে তারা প্রচার গাড়িতে হামলা চালায় এবং পোস্টার ছিঁড়ে ফেলে তাকেও শারীরিকভাবে আঘাত করে লাঞ্চিত করে। এতে প্রচারনা পন্ড হয়ে যায়।
সাইদুর রহমান জানান, বিষয়টি রাজশাহী জেলা পুলিশ সুপার, রির্টানিং অফিসার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। পরে চারঘাট বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ করে, আগামী ৭ই জানুয়ারি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রচারনা চালান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আসলাম উদ-দৌলা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। তারা হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান ।
এ বিষয়ে বাঘা উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপাধক্ষ্য ওয়াহিদ সাদিক কবীর জানান, বিষয়টি তার জানা নেই। তবে ঘটনা ঘটে থাকলেও রাজনৈতিক কোন ইস্যুতে হতে পারে। আসন্ন নির্বাচনে ভোট সংক্রান্ত বিষয়ে কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছেন, এবার ভোট চুরি চলবেনা প্রচারনাকালে এধরনের কথা বলছিলেন। এ নিয়ে স্থানীয় উঠতি বয়সের যুবকদের সাথে বাক বিতন্ডা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর