বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সব প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার(২৭ জানুয়ারী) বেলা ৩টায় বাঘা-চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার।স্বাগত বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণ বিধি মালা বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার দোলন ক্লান্তি চক্রবর্তী। অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এই আসনের ৪ জন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।
প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক,(উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) বেলায়েত হোসেন। তিনি বলেন, আর যেন দূর্যোগ পরিস্থিতিতে পড়তে না হয় এবংমত প্রকাশের স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়। আমরা কোন প্রার্থীর প্রতি অন্ধ ভালবাসা দেখাবো না । প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদাপূর্ণ।
ঘোষণা পাঠ অনুযায়ী আচরণ বিধি মেনে চলবেন এই প্রত্যাশা রাখি, আমাদের কঠোর হতে না হয়। চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল- চারঘাট) খালেদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন চার প্রার্থীদের সমর্থিত রাজনৈতিক নেতারা। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর