# বিশেষ প্রতিনিধি...............................................................................
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে চতুর্থবার বিজয়ী হয়েছেন আ’লীগ দলীয় প্রার্থী শাহ্রিয়ার আলম। এর আগে ২বার পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী এমপি তার বাবা সামসুদ্দিন সরকারের গলায় পরিয়ে দিয়েছেন বিজয়ের মালা।
সোমবার (৮ জানুয়ারী) আড়ানীর চকসিংগা গ্রামের নিজ বাড়ির হলরুমে বাবার গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান। রোববার রাতে নির্বাচনী ফলাফল প্রকাশের পর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা বিজয়ী এমপিকে ফুলের মালা গলায় পরিযে অভিনন্দন জানান। নিজে অভিনন্দিত হয়ে বাবার গলায় পরিয়ে দেন বিজয়ের ফুলের মালা।
এ সময় শাহরিয়ার আলম এমপি বলেন, আপনারা আমাকে বিজয়ী করে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। আমি গর্বিত । আর আমার বাবাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ২৭,৩২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের প্রার্থী শাহ্রিয়ার আলম এমপি।
১১৮ টি কেন্দ্রের ফলাফলে শাহ্রিয়ার আলম ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ১,০১৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর