লিয়াকত হোসেন: রাজশাহী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা ব্যারিস্টার রেজাউল করিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন কমিশনে আপিল শুনানির পর তাঁর প্রার্থিতা পুনর্বহালের এ সিদ্ধান্ত জানানো হয়। প্রার্থিতা ফিরে পাওয়ার পরপরই তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দ পেয়েছেন। এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন রেজাউল করিম। শুনানি শেষে কমিশন তাঁর আপিল গ্রহণ করে মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।
ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে ভোটে অংশ নেওয়ায় রেজাউল করিমকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। প্রার্থিতা ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রেজাউল করিম বলেন, “ন্যায়বিচারের আশায় আমি নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। কমিশন আমার কাগজপত্র যাচাই করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে এবং আমি ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচন করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক বাছাইয়ে মাত্র ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলেও আপিল শুনানি শেষে রেজাউল করিমসহ আরও দুই জন তাঁদের প্রার্থিতা ফিরে পান। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই আসনে এখন নির্বাচনী আমেজ আরও তুঙ্গে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর