# গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) সংসদীয় আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (৩ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার দাখিলকৃত মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করেন। যাচাই শেষে কোনো আইনগত ত্রুটি বা তথ্যগত অসঙ্গতি না পাওয়ায় মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের যাচাই-বাছাইয়ে ভোটার স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও অন্যান্য শর্ত কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। একই আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর ক্ষেত্রে কোনো গড়মিল পাওয়া যায়নি। মনোনয়ন বৈধ হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। জনগণের ভোট ও সমর্থন পেলে রাজশাহী-১ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করব।”বেকার ছেলে-মেয়েদের ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে প্রথম টার্গেট।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর