# গোদাগাড়ী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।সোমবার(২২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নেতাকর্মী সাথে নিয়ে রাজশাহী জেলা প্রশাসক রিটানিং অফিসারের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের প্রেরণা। তার আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং উন্নত গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
তিনি আরো বলেন, বিগত দিনে জনগণের যে অধিকার হরণ করা হয়েছে, তা ফিরিয়ে দিতে এবং সুশাসন ও নৈতিক রাজনীতির চর্চায় আমি বদ্ধপরিকর। আমি রাজশাহী-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
এবি পার্টির নেতাকর্মীরা জানান, ড. মুহাম্মাদ আব্দুর মহাসেনীর হাত ধরে তানোর-গোদাগাড়ীতে নতুন ধারার জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন- “এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” “আসুন বদলে যাই, বদলে দিই”। এ সময় সাংবাদিকদের সাথেও মত বিনিময় করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর