# নিজস্ব প্রতিবেদক..................
রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যোগে সমিতির মৃত সদস্যগণের পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের অর্থ মৃত সদস্যগণের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ মহিদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা রেজিস্টার মতিউর রহমান, সদর সাব রেজিস্টার নাজির আহমেদ (রিপন), পবা সাব-রেজিস্টার রওশন আরা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ মোঃ জাকাতুল্লাহ। অনুষ্ঠানে সমিতির দুইজন মৃত সদস্যের পরিবারকে প্রত্যেককে নগদ ৪ লাখ টাকা এবং সমিতির কন্যা বিবাহ অনুদান দুইজন প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৯ লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী সদর দলিল লেখক সমিতি সদস্যরা তাদের পুরনো টিনশেড অবকাঠামোর স্থানে কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাসিক মেয়র।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর