নাজিম হাসান..................................................
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সব ওয়ার্ডের সাধারণ রোগীরা। এই পরিস্থিতিতে সংকট নিরসনে সব ধরণের চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে কাজে যোগ দিয়েছেন ধর্মঘটে থাকা ইন্টার্ন চিকিৎসকরা।
গতকাল শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে বণ্টিত দায়িত্ব অনুযায়ী নিজ নিজ ওয়ার্ডে আবারও চিকিৎসাসেবায় নিয়োজিত হয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে গত বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন তারা। দফায় দফায় সমঝোতা বৈঠকের পর তারা শুক্রবার সকাল থেকে কাজে যোগদানের প্রতিশ্রæতি দেন। সেই অনুযায়ী শুক্রবার সকালে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের মারধর এবং ভাঙচুরের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ নগরীর রাজপাড়া থানায় মামলার এজাহার দাখিল করেছে। এজাহারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অজ্ঞাতনামা ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা অভিযোগের এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ একটা লিখিত অভিযোগ দিয়েছে। সেটা এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। পর্যালোচনা চলছে। দ্রæতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত হয়ে যাবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক। রোগী ভর্তি, রিলিজ ও সেবা কার্যক্রম আগের অবস্থায় ফিরেছে।
উল্লেখ্য,রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গত বুধবার রাত সাড়ে ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর