রাজশাহী প্রতিনিধি....................................................................................
রাজশাহী মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫ সাল) নির্বাচনে দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট রজব আলী সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার মুহা: আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আব্দুল আউয়াল দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হলেন।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচনে (সহ-সভাপতি পদ ব্যতীত) ১২ পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার (২৮-০৯-২০২৩) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি অনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে এবং ১২টি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত বলে ঘোষণা করে।
১৩ সদস্য বিশিষ্ট এই পরিষদের (সহ-সভাপতি পদ ব্যতীত) সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। আর সহ-সভাপতি পদটি শূন্য রয়েছে। নির্বাহী পরিষদের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ সভাপতি দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, যুগ্ম সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরো চীফ ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চীফ রিপোর্টার মঈন উদ্দিন এবং তথ্য সংযোগ পত্রিকার সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল, অর্থ সম্পাদক এশিয়ান বার্তা ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক দৈনিক নয়া কণ্ঠের রাজশাহী ব্যুরো চিফ মোস্তাফিজুর রহমান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন।
এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের রিপোর্টার রায়হান ইসলাম রনি, দৈনিক রাজশাহীর আলোর সাব-এডিটর মশিউর রহমান মনি এবং দৈনিক ঢাকার ডাক ও বিবার্তা২৪ ডটকমের রাজশাহী ব্যুরো চিফ মোস্তাফিজুর রহমান রানা। এরআগে বেলা ১১টায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল।
সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করা হয়। পরে রিপোর্ট দুটি আলোচনা ও পর্যালোচনা শেষে সভায় উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী তা পাস হয়। এছাড়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। কমিটির অপর দুই সদস্য হলেন- অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর