প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৫:০২ এ.এম
রাজশাহী মহানগর জামায়াত নেতা আবুল কালাম আজাদ ‘র দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর এর সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদ শুত্রুবার (১১অক্টোবর) আনুমানিক দুপুর ১২টায় ইন্তেকাল করেন। তিনি ইসলামী ব্যাংক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
মরহুম এর জানাজার নামাজ রাত ৯.০০টায়, বারো রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয় এবং নগরীর হেতেমখাঁ গোরস্থানে
দাফনকাজ সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, মরহুম আবুল কালাম আজাদ ছিলেন দৈনিক সানশাইন'র ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক'র বড় ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। অসুস্থতা জনিত কারণে তিনি রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য তার পরিবার সবার কাছে দুয়া প্রার্থনা করেছেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর