# লিয়াকত হোসেন....................................................
রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার নামোপাড়ায় মাদকাসক্তর বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে মাদকাসক্ত প্রথম স্বামীর ছুরিকাঘাতে দ্বিতীয় স্বামী আব্দুল রহমান মুকুল (৪২) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত মুকুল পেশায় একজন দলিল লেখক। সে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের আব্দুল গাফফারের ছেলে। মুকুল নগরীর নওদাপাড়া এলাকার নামোপাড়ায় আনার নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে প্রায় ৪ মাস ধরে বসবাস করে আসছেন। গত ১৯ জুন রবিবার সন্ধ্যা ৭টার সময় নামোপাড়ার ভাড়া বাসার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত মাদকাসক্ত টিটোন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে শাহ মখদুম থানা পুলিশ। টিটোন আলী নগরীর রাণীনগর সাধুর মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানা যায়।
ঘটনা সুত্রে জানা যায়,মাদকাসক্ত স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দলিল লেখক মুকুলের সাথে তার ছোট মেয়েকে সাথে নিয়ে সংসার পেতেছিলেন।
এতে প্রথম স্বামী অনেক খোঁজাখুঁজির পর নওদাপাড়ার এলাকার নামোপাড়ায় তাদের সন্ধান পান। এবং ভাড়া বাড়ীর পাশে টিটোন আলী ওত পেতে থেকে মুকুলকে পেটে ও বুকে ছুরিকাঘাত করে খুন করে। এসময় টিটোন দৌড়ে পালানোর সময় শাহমখদুম থানার টহল টিমের সহায়তায় তাকে আটক করা হয়। পালানোর সময় টিটোন মাথায় আঘাতপ্রাপ্ত থাকায় তাকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সান/০২
এ তথ্য নিশ্চিত করে শাহমখদুম থানার ওসি মেহেদি হাসান বলেন, নিহত মুকুল টিটোনের স্ত্রীকে প্রায় ৪ মাস আগে ভাগিয়ে নিয়ে একটি কন্যা সন্তানসহ বিয়ে করেন। এই রাগের সূত্রপাত থেকে টিটোন আলী মুকুলের উপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। নিহত মুকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি ও বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়।#
সান/০২
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর