# নিজস্ব প্রতিবেদক......................
রাজশাহী মহানগরীতে ১৯৯ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো: হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া (৩৫)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ার মৃত আক্কাস কাটানীর ছেলে।
থানা সূত্রে সূত্রে জানা যায়, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই মো: পলাশ আলী ও তার দল , ২১ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাবিবুল বাসারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় ৬ টি মাদকের মামলা রুজু আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর