নিজস্ব প্রতিবেদক......................................................
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানে ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আজ ০৪ এপ্রিল. বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
এতে মেসার্স বিস্কুট বিপণী ও পরাগ লাচ্ছা সেমাই নামীয় প্রতিষ্ঠান দুটি লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক ও লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় মালামাল জব্দপূর্বক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়।
তন্মধ্যে বিস্কুট বিপণী প্রতিষ্টানটিকে বিসিক শি/ন ঠিকানায় ০৫ দিনের মধ্যে কারখানা স্থানান্তরের আবেদন দাখিল করতে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া পরাগ লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানটির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় এবং উক্ত ঠিকানায় লাইসেন্স না থাকায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।এছাড়া আরও ০৪ টি প্রতিষ্ঠানকে অতিসত্ত¡র লাইসেন্স নবায়নের জন্য পরামর্শ প্রদান করা হয়।
বিএসটিআই রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মিঠুন কবিরাজ ও প্রকৌ. জুনায়েদ আহমেদ।
জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর