# লিয়াকত হোসেন..................................................
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন মোন্নাফের মোড় এলাকার একটি ভবন নির্মাণে আরডিএ'র কর্তৃপক্ষের নকশা অনুযায়ী ৩ ফিট রাস্তা ছাড়ার পরেও আরও ডের ফিট জায়গায় সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উঠেছে রানীনগর মুন্নাফের মোড় সংলগ্ন রামচন্দ্রপুর মৌজার মোসাঃ মাহফুজা হামিদ ও আব্দুল হামিদের বিরুদ্ধে।
এ বিষয়ে প্রতিকার ও সমস্যা সমাধান চেয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর ভূক্তভোগি জুলেখা খাতুন ও আব্দুল কাদের ডালিম অভিযোগ দাখিল করলেও কোন প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করছেনা আরডিএ কর্তৃপক্ষ।
অভিযোগ সুত্রে জানা যায়, জুলেখা বেগম ও কাদের মহানগরীর ২৭ নং ওয়ার্ড রানীনগর মহল্লায় পৈত্রিক জমিতে ৩০ বছর যাবৎ তিনিসহ তার প্রতিবেশী রাস্তা ও ড্রেন ছাড়াই বসবাস করে আসছেন।
এখানে তিনি উল্লেখ করেছেন পরে তাঁদের জমির পশ্চিমে আরো দুইজন ব্যক্তি জমি ক্রয় করে সিমানা প্রাচীর দিয়েছেন। এতে রাস্তা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। এতে করে তারা অতি কষ্টে যাতায়াত করে আসছেন।
তিনি আরো উল্লেখ করেন, বহুদিন পূর্ব থেকে এখান দিয়ে রাস্তা ড্রেন ছিলো। সি.এস ও এস.এ রেকর্ডে তা পাওয়া গেছে। অত্র ওয়ার্ডের পূর্বের কাউন্সিলর হুদা ড্রেন তৈরীর ব্যবস্থা করলেও আর্থিক সংকটে সে সময়ে তিনি রাস্তা ও ড্রেন করতে পারেননি।
পরবর্তীতে বিরোধী দুইটি রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে তাঁর বাড়ির পশ্চিম পার্শে ড্রেন ও রাস্তা বন্ধ করে ঐ প্রাচীর দেন। এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এর নিকট লিখিত আবেদন করলে প্রতিপক্ষ হাজির হনি। এ অবস্থার তারা অত্যন্ত কষ্টে বসবাস ও যাতায়াত করছেন। বিষয়টি নজরে নিয়ে ব্যবস্থা গ্রহন সুরাহা করার জন্য আরডিএ চেয়ারম্যানকে অনুরোধ করেন তারা।
অভিযুক্তরা এতটাই প্রভাবশালী যে মানব অধিকার কমিশন ও অন্যান্য দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে জানান এই ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে, অভিযুক্ত মাহফুজা হামিদ ও আব্দুল হামিদের নিকট মুঠোফোনে যোগাযোগ করা হলে উভয়ই অসুস্থ থাকায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান মোঃ আনওয়ার হোসেন বলেন অভিযোগ দিয়ে থাকলে অবশ্যই অথরাইজড অফিসার পরিদর্শক পাঠিয়ে তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর