বাবর মোল্লা, নিজস্ব প্রতিনিধি: দুই বছর সফল মেয়াদ সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের কার্যক্রমে সূচনা হলো নতুন অধ্যায়ের। বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে, যা ক্লাবের সাংগঠনিক ধারাবাহিকতা ও গণমাধ্যমের পেশাদারিত্বে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রেসক্লাবের কর্মকাণ্ডকে আরও গতিশীল ও স্বচ্ছ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁর নেতৃত্বে নবগঠিত আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পরিকল্পনা গ্রহণ করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন, ১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এবং ২০ অক্টোবর বাছাইয়ের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখে সারাদিনব্যাপী রাজশাহী মডেল প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এই নির্বাচনকে ঘিরে রাজশাহী জুড়ে সাংবাদিক মহলে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই নির্বাচনী উৎসবকে গণমাধ্যমের ঐক্য ও পেশাদার মর্যাদার প্রতীক হিসেবে দেখছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ নভেম্বরের নির্বাচন উপলক্ষে সকল সাংবাদিককে ভোট পর্যবেক্ষণ ও দুপুরে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে একদিকে সাংবাদিক সমাজের ঐক্য আরও দৃঢ় হবে, অন্যদিকে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সুনাম নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
রাজশাহী মডেল প্রেসক্লাব, প্রতিষ্ঠার পর থেকেই, আঞ্চলিক সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতায় কাজ করে আসছে। দায়িত্ব হস্তান্তর ও নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ায় সাংবাদিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে — একটি আধুনিক, প্রাণবন্ত ও দায়িত্বশীল প্রেসক্লাব গঠনের প্রত্যাশায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর