মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ ও পরিবর্তনের সময়ে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে দৃঢ় ঐক্যের বার্তা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “বাংলাদেশ একটি সম্ভাবনার নয়, সম্ভাবনাময় দেশ। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা চায় বিএনপি তাদের আস্থার ঠিকানা হোক। এই আস্থা ধরে রাখতে হলে আমাদের মধ্যে অটুট ঐক্য বজায় রাখতে হবে।” রোববার (১০ আগস্ট) বিকালে রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকায় অনুষ্ঠিত মহানগর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৬ বছর পর এমন আয়োজন ঘিরে রাজশাহী নগরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ঐক্যের দৃশ্য মঞ্চে সম্মেলনের এক পর্যায়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা এবং সদস্য সচিব মামুন-অর-রশিদসহ শীর্ষস্থানীয় নেতারা একে অপরের হাত উঁচু করে ধরে মঞ্চে দাঁড়ান। এ সময় তারা তারেক রহমানের সামনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মঞ্চ জুড়ে সেই মুহূর্তে গর্জে ওঠে নেতাকর্মীদের স্লোগান—“ঐক্যবদ্ধ বিএনপি, মুক্তির গ্যারান্টি।”
চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির তাগিদ আধা ঘন্টার বক্তব্যে তারেক রহমান বলেন, “আমাদের সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। শুধু সরকারের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করলেই হবে না, আমাদের বিকল্প পরিকল্পনা ও জনআস্থার ভিত্তি তৈরি করতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে ক্ষমতায় এসে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি খাত পুনর্গঠন করবো।”
সম্মেলন প্রাঙ্গণে উৎসবের আমেজ দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পাঠানপাড়ার বড় রাস্তার মোড়ে জড়ো হন। এক সময় পুরো এলাকা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়। ঢাক-ঢোল, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে সম্মেলন প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মেলায়।
নেতাদের বক্তব্য সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, শফিকুল হক মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঐক্যের প্রদর্শন রাজশাহীতে বিএনপির সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে নতুন গতি আনতে পারে, যা আগামীর নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#