প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২২, ১০:২৩ এ.এম
রাজশাহী বাগমারা আসনের এমপি এনামুল হকের প্রেস সচিব জিল্লুর রহমানকে অব্যাহতি

বাগমারা, রাজশাহী প্রতিনিধি.................
রাজশাহী-৪( বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব পদ থেকে জিল্লুর রহমানকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
রবিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিল্লুর রহমান বরাবরে এনাগ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত একটি অব্যাহতি পত্র পাঠানো হয়েছে। জিল্লুর রহমান দীর্ঘ সময় ধরে ইঞ্জিনিয়ার এনামুল হকের মিডিয়া বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এনাগ্রুপের নাম ব্যবহার করে কারো নিকট থেকে যেন কোন প্রকার অবৈধ সুবিধা হাসিল করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। তবে জিল্লুর রহমানকে কি কারণে প্রেস সচিব থেকে অব্যাহতি দেয়া হলো তা এখনও জানা যায়নি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর