# প্রেস বিজ্ঞপ্তি ০৭ জানুয়ারি ২০২৩.............................
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বাদ আসর নগরীর হযরত শাহ মখদুম রূপোষ (রহঃ) মাজার মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান। অন্যান্যের মাঝে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব মো. টিটো, সদস্য জামিল হোসেন জনি, আব্দুল হাকিম রাজা, মো. রাজন, হারুনুর রশিদ হারুন, আরিফুল ইসলাম, বিএমএসএস‘র সভাপতি মো. জুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাজারের খাদেম হাফেজ জহুরুল ইসলাম।
উল্লেখ্য, ফলোআপ চিকিৎসা নিতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান রবিবার (৮ জানুয়ারি) সকালে ভারতের কলকাতার উদ্দেশে রওনা দেবেন। সম্প্রতি তিনি ভারতে চিকিৎসা নিয়ে আসলেও শারীরিক অবস্থা জটিল হওয়ায় আবারও তাকে কলকাতায় যেতে হচ্ছে। সুস্থতা ও নিরাপদ যাত্রার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক সাইদুর রহমান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর