মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান। আজ শনিবার (১২ জুলাই) অপরাহ্নে রাজশাহী পুলিশ লাইন্স প্রাঙ্গণে এক সৌজন্য অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান পুলিশ কমিশনার।
তিনি বলেন, “তোমাদের এই অর্জন কঠোর পরিশ্রম, একাগ্রতা ও নিয়মিত অধ্যয়নের ফসল। এই সাফল্য শুধু তোমাদের নয়, বরং পরিবারের, শিক্ষকদের এবং গোটা সমাজেরও গর্বের বিষয়।” পুলিশ কমিশনার আরও বলেন, “এই কৃতিত্ব ধরে রেখে আগামী দিনে উচ্চশিক্ষায়ও সাফল্য অর্জনের মাধ্যমে তোমরা দেশের জন্য অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত আরএমপি সদর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলামসহ স্কুলের শিক্ষকবৃন্দ ও আরএমপি’র অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রতিবছরই এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে রাজশাহীর শিক্ষাক্ষেত্রে অন্যতম আলোচিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর