নিজস্ব প্রতিবেদক, রাজশাহী.................................................
রাজশাহী মহানগরীর বর্জ্য থেকে জ্বালানি ও জৈবসার তৈরিতে চীনকে প্রস্তাব দিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত লি,জিমিংয়ের সঙ্গে বৈঠক করেন রাসিক মেয়র।
রাসিক মেয়র লিটন বলেন, আমরা রাজশাহী নগরীর সলিড বর্জ্য শোধন না করে ফেলে দিই। এগুলো সারা বিশ্বে ট্রিটমেন্ট করে জ্বালানি ও জৈবসার তৈরি করে। আমরা চীনা রাষ্ট্রদূতকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। তিনি আগ্রহ প্রকাশ করেছেন। চীন সরকার ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
মেয়র আরো বলেন,শহরের ড্রেন, নালা দিয়ে বয়ে যাওয়া বর্জ্যমিশ্রিত পানি শোধন করে কৃষিকাজে ব্যবহারের উপযোগী করার বিষয়েও কথা হয়েছে। এ বিষয়ে তারা প্রস্তাব দিতে বলেছেন। এছাড়া দেশের বন্ধ পাটকল, চিনিকল ও টেক্সটাইল মিল ভাড়ায় চালাতে প্রস্তুত চীন।
চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং অন্যমত উন্নয়ন সহযোগী। রাজশাহীতে পানি শোধনাগার নির্মাণে ২০১৬ সালে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ সময় রাসিকের প্যানেল মেয়র রজব আলী, তাহেরা খাতুন মিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর