নিজস্ব প্রতিবেদক........................................................................
রাজশাহী মহানগরীর টিকাপাড়া ও হেতেমখাঁ কবরস্থান হাইমাস্ট পোলে এবং ম্যাচ ফ্যাক্টরি মোড় হতে পোস্টাল একাডেমি ও ম্যাচ ফ্যাক্টরি মোড় হতে বিজিবি গেট পর্যন্ত সড়ক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় পৃথক তিনটি প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে এই আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মহানগরীর টিকাপাড়া করস্থানে ৩টি ও হেতেমখাঁ কবরস্থানে দুইটি হাইমাস্ট পোলে আলোকায়ন করা হয়েছে। আর ম্যাচ ফ্যাক্টরি মোড় হতে পোস্টাল একাডেমি ও ম্যাচ ফ্যাক্টরি মোড় হতে বিজিবি গেট পর্যন্ত ৪৩টি দৃষ্টিনন্দন সড়কবাতির পোল বসানো হয়েছে, প্রতিটি পোলে রয়েছে তিনটি করে লাইট।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোক কবির সেন্টু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মনিরুজ্জামান মনি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবু বাক্কার কিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী ইনজামুল হক, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম, মিনহাজুল আবেদীন, তানভির হাসান সজীব, পূজন দাস, কামাল পারভেজ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর