# নিজস্ব প্রতিবেদক.........................................
রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকার একটি বাড়ির চতুর্থ তলা থেকে মোবাইল ফোন, ড্রোন ও নগদ টাকা চুরির অভিযোগে ২ জনকে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মোবাইল ফোন, ড্রোন ও ম্যানি ব্যাগ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার দেওয়ান মো: শাহিদুন নবীর ছেলে মো: মেহেদী হাসান শিবলী (২৮) অপরজন হলো নাদিম মোস্তফা (২৪), সে মথুরাপুরের মো: সাইদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন পাঠানপাড়া এলাকার খন্দকার হাসান কবিরের স্ত্রী গত ৪ জুন সকাল পৌনে ৬ টার সময় হাঁটার জন্য বাড়ি হতে বের হন কিন্তু মূলগেটের দরজা বন্ধ করতে ভুলে যান। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা ১ জন মহিলা-সহ ৪-৫ জন ব্যক্তি গেট খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে। হাসান কবিরের ছেলের ঘরে প্রবেশ করে তার প্রায় ১ লক্ষ টাকা মূল্যের মোবইল ফোন, ৫৫ হাজার টাকা মূল্যের ড্রোন, ডেভিড কার্ড, নগদ টাকা-সহ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে যায়। খন্দকার হাসান কবির তার বাড়ির সামনে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে, বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে গত ১৩ জুন রাত সাড়ে ৯ টার সময় বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকা থেকে আসামি মো: মেহেদী হাসান শিবলী ও নাদিম মোস্তফাকে গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন, ড্রোন ও ম্যানিব্যাগ উদ্ধার হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা নিজ এলাকা-সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে স্থানীয় চোরদের সহযোগিতায় বিভিন্ন বাসায়, দোকানঘর থেকে নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে।
অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#
এডিট: আরজা/০২
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর