প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৮:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২২, ৯:৩৮ এ.এম
রাজশাহী নগরীতে ডান্স ক্লাবের আড়ালে চলছে জুয়ার রমরমা ব্যবসা

# লিয়াকত হোসেন...........................................................
রাজশাহীর লক্ষ্মীপুর কাঁচা বাজার এলাকায় একতা ডান্স ক্লাবের আড়ালে রাতের আধাঁরে চলে রমরমা জুয়ার আসর। এখানে প্রতিরাতেই খেলা হচ্ছে লাখ লাখ টাকার জুয়া। এসব জুয়ার আসরে আশপাশের এলাকা থেকে দলে দলে মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে জুয়ারীরা আসে জুয়া খেলতে।
মহানগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা আলি হাসান তুষার তার সহোযোগি রাজু ও হাবিবের বিরুদ্ধে একতা ড্যান্স ক্লাবের আড়ালে মাদক, জুয়া ও অ-সামাজিক কার্যকলাপ পরিচালনা করার অভিযোগ উঠেছে। ফলে বিপদগামী হচ্ছে এলাকার যুবসমাজ। বাড়ছে নানা অপরাধ প্রবণতা। শুধু তাই নয়, জুয়ার আসরে বিক্রি হচ্ছে বিদেশি মদ, গাজা, ফেনসিডিল ও ইয়াবাসহ নানান ধরনের প্রাণঘাতী মাদকদ্রব্য।
অভিযোগের বিষয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রাতারাতি আঙুল ভুলে কলা হয়ে গেছে এই তুষার। আইপিয়েল জুয়াসহ নানা অপকর্মের মূল হোতা হিসেবে এলাকায় বেশ পরিচিতি রয়েছে তার। তিনি কয়েকদিন আগে জেল খানা থেকে বেড়িয়েছেন বলে গোপন তথ্যের ভিত্তিতে যানা যায়। জুয়াড়িদের সাথে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর আঁতাত থাকার কারণেই এমনটা হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে তুষারের মুঠোফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে অভিযোগের বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের বিষয় টা তাঁর জানা নাই। তিনি এই থানায় নতুন। কয়েক পূর্বে জয়েন করেছেন। তবে বিষয় তদন্ত ফোর্স পাঠিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে তদন্ত করা হবে। নিশ্চিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।#
এডিট:আরজা/১
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর