সাগর নোমানী, রাজশাহী ...................................................
রাজশাহী নগরীতে কাগজপত্র জাল করে বাসাবাড়ি দখলে নিয়ে অবৈধভাবে ৭ বোনকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের। গতকাল বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে জমির অংশ ফিরে পাওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা হলেন নগরীর উপশহর এলাকার মৃত আব্দুল আরিফের মেয়ে ফেরদৌসি আরা, আনজিস আরা, জেসমিন আফরোজ, বিলকিস আরা, ইয়াসমিন জাহান ও জেরজিস আরা। আর অভিযুক্তরা হলেন তাদের ভাই আবু বকর সিদ্দিকর ডলার ও রাসেল সিদ্দিকি ডিউ। এদিন বোনদের পক্ষ থেকে জেসমিন আফরোজ ও বিলকিস আরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, তাদের বাসাবাড়ি থেকে কৌশলে নামিয়ে সেটি দখল করে নিয়েছেন দুই ভাই। জাল কাগজে জমিটি দখলে নিয়ে নেন এবং সেখানে ভবন নিমার্ণ করেন।
জেসমিন আফরোজ বলেন, আমারা সেখানে গেলে আমাদের হুমকি ধামকি দিয়ে আমাদের নামে নিষেধাজ্ঞা দেয়া হয়। ওয়ারিশান সূত্রে মালিক আমরা ও আমার বোনেরা। কিন্তু দুই ভাই জাল দলিল করে আমাদেরকে বের করে দিয়েছে। ১৯৯১ সালে বাবার মৃত্যু হয়েছে। কিন্তু ২০১০ সালের কাগজ দেখিয়েছে ভাইয়েরা। ফলে স্পষ্টত কাগজ জাল করে এমনটা করেছে তারা। ভুক্ত ভুগিরা তার বাবা জমির ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর