মোঃ ফয়সাল আলম.........
শেখ রাসেল দ্বিতীয় বিভাগ উম্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টে ইয়াং পেগাসাস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন ও মুংলী বাবলু স্মৃতি সংঘ রানার আপ হয়েছে।
শুক্রবার (২আগস্ট) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উভয় দলের মধ্য অনুষ্ঠিতব্য ম্যাচটি মুষলধারে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় আয়োজক কমিটি উভয় দলকে ১ পয়েণ্ট করে দেয়ার সিদ্ধান্ত নেয়। ফলে পয়েন্ট তালিকা অনুযায়ী ইয়াং পেগাসাস সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মুংলী বাবলু স্মৃতি সংঘ ৮ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করে।
বিকেলে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী। টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ ফারুক উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট তারকা সানজামুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান। এছাড়াও হকি সমিতির সদস্য সচিব মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর