লিয়াকত হোসেন ...............................
রাজশাহী দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে দুর্গাপুর পৌরসভার এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে গত ১৭ জুলাই হ্যাকারচক্র ফোন করে সরকারি কাজ দেয়ার কথা বলে "নগদ"এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেয় এই হ্যাকার চক্রটি ঘটনাটি ইউএনও দুর্গাপুরকে জানালে তিনি থানায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
পরবর্তীতে জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের একটি টিম পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং "নগদ" এর লিগ্যাল উইং এর সহযোগিতায় হ্যাকারকে সনাক্ত করা হয় এবং লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল ও এএসআই সেলিমের সহযোগিতায় ইউএনও এর মোবাইল নম্বর ক্লোনকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাকিবুল ইসলাম, সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন মহিষামুড়ি গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে।
এ বিষয়ে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে। গ্রেফতারকৃত রাকিবুলের বিরুদ্ধে একই অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এলাকায় সে হ্যাকার হিসেবে পরিচিত।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর