# তাহেরপুর প্রতিনিধি.........................
রাজশাহী জেলার বাগমরা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারে আবারো চুরি সংঘটিত হয়েছে, এ যেন নিজের ধনে নিজে চোর। এএলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসী সুত্রে জনা যায়, তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারের গুড় পট্টিতে মিন্টুর গার্মেন্টস ও বিকাশের দোকানে সকালে চুরির ঘটনা ঘটেছে । উক্ত দোকানের মালিক মিন্টু স্থানীয় সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ৯টার সময় আমি আমার দোকানে ৪টি গেটের মধ্যে দুটি গেট খুলে টাকার ব্যাগ এবং ৩টি মোবাইল সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র সহ একটি ব্যাগ রেখে বাকী ২টি গেট খুলছিলাম খোলা হয়ে গেলে ভিতরে গিয়ে দেখি টাকা সহ আমার ব্যাগ নিয়ে গেছে, এ যেন নিজের ধনে নিজেই চোর। উক্ত ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিলো।
একের পর এক চুরি হওয়ায় তাহেরপুর বাজারের দোকানদার সহ এলাকার মানুষের মাঝে চুরির আতঙ্ক ছড়িয়ে পরেছে। এলাকার অনেক মানুষ এই প্রতিবেদককে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান কমে যাওয়ায় মাদক সেবনকারীর সংখ্যা বেড়ে গেছে এবং তারা মাদকের টাকা সংগ্রহের জন্য এ ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে।
এ ব্যাপারে তাহেরপুর তদন্ত কেন্দ্রে আমি একটি অভিযোগ দেই এবং পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান বলেন, চুরির ঘটনা শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ব্যাপারে তদন্ত চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর